অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

0
.

ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে ১৮০ আরোহী নিয়ে উড্ডয়নের পর ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
আজ বুধবার যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বুধবার সকালে বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে যাত্রা করছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে মোট ১৮০ জন আরোহী ছিল।

বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি আজ বুধবার এক টুইটে জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ক্রুটির কারণে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানটি উড্ডয়নের মাত্র তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়েছে বলে দেশটির একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে গেছে। বিমানটি উড্ডয়নের পর মাটি থেকে ৭ হাজার ৯২৫ ফুট ওপরে উঠেছিল। এরপর তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছেই এটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সেই ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।