অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মাহফিলের নামে আল্লামা শফি ও আজহারীকে গালাগাল, ভণ্ড “নূরে বাংলা” গ্রেফতার

0
.

ওয়াজ মাহফিলের নামে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক শাহ আহমদ শফী এবং মিজানুর রহমান আজহারীকে অশ্লীল ভাষায় গালাগাল ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামে কথিত সুন্নি লেবাসধারীরকে ভন্ডকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। তিনি বলেন, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে আল্লামা শাহ আহমদ শফী এবং মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে প্রকাশ্যে মাইকে গালাগাল ও আক্রমণাত্মক বক্তব্য রাখেন মাহবুবুল হক আল কাদেরী প্রকাশ নূরে বাংলা।

এ নিয়ে মওলানা আব্দুল মবিন নামে এক ব্যাক্তি মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। কেউ প্রকাশ্যে মাইক লাগিয়ে গালাগাল করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।

পুলিশের দাবী গালাগালের এই ভিডিও চিত্র অনলাইনে ছাড়ার কারণে মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছিল।