অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডা. বিদ্যুৎ বড়ুয়ার মামলায় সাজ্জাত ৫ দিনের রিমান্ডে

0
.

চট্টগ্রামে বেসরকারী উদ্যোগে প্রথম ফিল্ড হাসপাতালের অন্যতম উদ্যোগতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার (১৯ জুলাই) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে দুপুরে কোতোয়ালী থানা পুলিশ সাজ্জাতকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়।

সিএমপির কোতোয়ালী থানার ওসি মো. নেজামম উদ্দিন পাঠক ডট নিউজকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলাম। আদালত ৫ দিনের রিমমান্ড দিয়েছে।

এর আগে গতকাল রবিবার ঢাকার রূপনগর বোনের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাজ্জাতকে গ্রেপ্তার করে। পরে গতকাল রাতে তাকে কোতোয়ালী থানায় আনা হয়।

আরও খবর: ডা. বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটস দিয়ে ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাজ্জাত

উল্লেখ্য-গত ১২ জুলাই আওয়ামী লীগ নেতা সাজ্জাত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডাক্তার বিদ্যুৎ বড়ুয়াকে ভুয়া জনস্বাস্থ্য বিশেষজ্ঞ! উল্লেখ্য করে স্ট্যাটাস দেয়। পর দিন এ নিয়ে

চট্টগ্রামের সাতকানিয়া থানায় সাজ্জাত হোসেনসহ দু’জনের নামে মামলা করেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের। একইদিন সিএমপির কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাজ্জাত হোসেনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক শেখ মোহাম্মদ ফারুক চৌধুরী।