অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উৎসবমুখর পরিবেশে শিল্পকলা একাডেমির নির্বাচন সম্পন্ন

0
.

জাঁকজমক পরিবেশে অনুষ্ঠিত চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  নির্বচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সদস্যপদসহ ১০টি পদে নতুন কার্যকরী কমিটির গঠিত হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকাল নয়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিল্পকলা একাডেমির ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণণা শেষে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রনজিৎ রক্ষিত ও জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক পদে সাইফুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মঈন উদ্দিন কোহেল, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও সদস্যপদে অঞ্চল কুমার চৌধুরী, বাপ্পা চৌধুরী, সাংবাদিক সাইদুল ইসলাম, কঙ্কন দাশ, মোস্তফা কামাল যাত্রা নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে নগরীর এম এম আলী সড়কস্থ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ প্রতিদিন সাংস্কৃতিক কর্মী, শিল্পী, কলাকৌশলীসহ নানা শ্রেণী পেশার মানুষের পদচারনায় মূখর হয়ে উঠছে। সাজ সাজ রব উঠেছে শিল্পকলা একাডেমি চত্তরে।  প্রার্থীদের পোস্টার ও ব্যানারে শিল্পকলা একাডেমিতে সাজ সাজ রব ছিলো চোখে পড়ার মতো।  নির্ধারিত লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেন। ১০ টি পদের বিপরীতে ৫১জন প্রার্থী ভোটে লড়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও কালচারাল অফিসার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এছাড়া তিন জন সদস্য জেলা প্রশাসক কর্তৃক মনোনীত হবেন।

*১৬ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমির নির্বাচন