অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ১৬৪ স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে

1
.

প্রতিবারের মত চট্টগ্রামে এ বছরও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে এবার ১৬৪টি স্থানে প্রথম এবং প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ ময়দানে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল ফালাহ’র খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হকের ইমামতিত্বে একইস্থানে ২য় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ৪১টি ওয়ার্ডেও অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

আজ (৩০ মে) শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ঈদ জামাত প্রস্তুতি বিষয়ক এক সভায় সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়, লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮ টা ১৫ মিনিটে। প্রাকৃতিক দূর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

যেসব ওয়ার্ডে ঈদ জামাত হচ্ছে হযরত শেখ ফরিদ (রঃ) চশমা চসিক জামে মসমজিদ ঈদগাহ ময়দান, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ (শাহ্) (রঃ) মাজার সংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদীঘির পূর্ব পাড়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনী প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রঃ) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার মসজিদ, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট, ওয়াপদা কলোনী ময়দান, নুরজ্জমান নাজির বাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদ্রাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর, গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজ পাড়া, আমিন কলোনী জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ,খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহী জামে মসজিদ, নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্তর, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্তর, বলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান,পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জুমা মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পাশে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পি এইচ আমিন একাডেমী স্কুল ময়দান ফইল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়ার্লেস কলোনী পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনী জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান,

সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফহাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ, নুর মোহাম্মদ সওদাগর মসজিদ ইসহাকের পোল, চারতলা জামে মসজিদ, লালু মাঝিরবাড়ি কোরবানীগঞ্জ , মোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, মাছুয়া ঝর্ণা লেইন, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, সাব এরিয়া, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনী শাহী জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ),

খান (শাহ্) মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, সাংবাদিক কো. হাউজিং সোসাইটি জামে সমজিদ, শের শাহ্ বায়েজিদ, শাহী জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভান্ডারী শাহী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারী পাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পার্শ্বে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্তর, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, মনছুরাবাদ, মাদার বাড়ী জামে মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ , সাগরিকা গরুর বাজার চসিক জামে মসজিদ, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনী ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালা পাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাই স্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (রঃ) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, আলহাজ্ব ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা ব্রিকফিল্ড রোড, সিএন্ড বিজামে মসজিদ, পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদ, নজুমিয়া লেইন, ছজওয়ার খাঁন পেশকার জামে মসজিদ, ইকবাল রোড , খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, সফরনেছা মসজিদ হালিশহর মুনির নগর, ভূইয়্যা গাজী জামে মসজিদ মুনির নগর, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্ত¡র, শমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান খাতুনগঞ্জ, হযরত মুহাম্মদ আলী শাহ্ (রঃ) কমপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদ পাড়া,

উত্তর পতেঙ্গা, খিজির (আঃ) জামে মসজিদের সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাই স্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা “হযরত ওসমান গনি জিন্নুরাইল (রাঃ) জামে মসজিদ” , কাটাখালী আলিশাহ মসজিদ,শেখআহমদ আলী ফকির বাড়ী মসজিদ , উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান, নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদ, হাজী চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, হালিশহর জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ ময়দান, চট্টেশ্বরী গায়েবী মসজিদ, আমানত খান সড়ক,

পাঠানটুলী, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ সংলগ্ন সড়ক, পূর্ব বাকলিয়াস্থ গভর্মেন্ট কমার্শিয়াল ইনষ্টিটিউট, পাঠানটুলীস্থ আমীর হোসেন দোভাষ সড়ক চত্তর, কালামিয়া বাজারস্থ মোর আলী বাপের (দ্বিতল) মসজিদ, হযরত মুঈনদ্দিন শাহ (রঃ) মাজার জামে মসজিদ, আলকরণ ১নং গলিস্থ বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মোড়ে, আলকরণ মসজিদ-এ-বায়তুর রহমত, আলকরণ রোড, আবেদীন কলোনী জামে মসজিদ ঈদগাহ, মদিনা বাজার, ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, ডি.টি রোড, পাঁচলাইশ ওয়ার্ডস্থ নব-নির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান, চৌধুরী জামে মসজিদ, লোহার পোল, সরাইপাড়া, গ্রীনভিউ আবাসিক এলাকা জামে মসজিদ, হাজী গোলাম কাদের চৌধুরী জামে মসজিদ, হযরত মোহাম্মদ আলী শাহ্ (রাঃ) জামে মসজিদ, বারেক নগর জামে মসজিদ,

আলহাজ্ব জাকির কন্ট্রা. জামে মসজিদ, খেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদ, হাজী চাঁন্দমিঞা মসজিদ, হাজী পাড়া, পাঁচলাইশ, জহুর হকার্স মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, জে.এম.সেন স্কুল এন্ড কলেজ মাঠ, ফিরিঙ্গীবাজার, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, নূরনগর, নতুন মনছুরাবাদ জামে মসজিদ, উত্তর কাট্টলী, মোঃ হোসেন চৌধুরী বাড়ী জামে মসজিদ, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীর দিঘী জামে মসজিদ, বি ডি আর মাঠ, হালিশহর আর্টিলারী রোড, নূর ইসহাক হোসাইনিয়া জামে মসজিদ, মধ্যম শহীদ নগর,অক্সিজেন, জে এম সেন স্কুল এন্ড কলেজ মাঠ, হযরত হামজা খাঁ (রঃ) জামে মসজিদ, সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ, আল আমিন শাহী জামে মসজিদ, ষ্টেডিয়াম শাহী জামে মসজিদ, এবাদুল্লাহ পন্ডিত মসজিদ, তালেবিয়া শাহী জামে মসজিদ, হযরত ওয়াস কুরুনী মসজিদ, ইব্রাহীম জামে মসজিদ ঈদগাঁও ময়দান পাঁচলাইশ।

*আজ পবিত্র জুমাতুল বিদা

 

১ টি মন্তব্য
  1. Shafi Rana বলেছেন

    অাগ্রাবাদ বেপারী পাড়া জামে মসজিদের নাম নাই কেন,,,